রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাকুন্দিয়ায় গ্রামীণ রাস্তা পাকাকরণের উদ্বোধন করলেন এমপি 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়ায় গ্রামীণ রাস্তা পাকাকরণের উদ্বোধন করলেন এমপি 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের এমপি অ্যাড. মো.সোহরাব উদ্দিন।

জানা যায়, উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা থেকে ছোট আজলদী পর্যন্ত প্রায় অর্ধ-কিলোমিটার গ্রামীণ রাস্তা এলজিইডির অধীনে পাকাকরণ হচ্ছে। এতে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭ লাখ ৪৩ হাজার টাকা।

এ রাস্তাটি পাকাকরণের ফলে অত্র এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে জানান স্থানীয়রা।

উদ্বোধনের সময় উপজেলা প্রকোশলী মো. যুবায়েত হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক ভিপি মো. ফরিদ উদ্দিন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, নারান্দী ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দীন, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমএ রশীদ ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ